বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেলেন বলি অভিনেত্রী তথা ‘বিগ বস’ প্রতিযোগী এলি আভরাম। দিন কয়েক আগে আমিরের সঙ্গে কাজ করার প্রসঙ্গে এলি বলেছিলেন, “এমন একজন বড় মনের মানুষের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অনেক ধন্যবাদ আপনাকে…।” ‘কোই জানে না’-ছবির একটি গানের দৃশ্যায়ণে একসঙ্গে দেখা যাবে তাঁদের। এই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন এলি। তাঁর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ঘনিষ্ঠ অবস্থায় আমিরের সঙ্গে দাঁড়িয়ে তিনি। পরনে শিমারি ড্রেস। আমিরকে তিনি ‘জ্যাক অব অল ট্রেডস’ বলে ব্যখ্যা করেছেন। আর নিজেকে বলেছেন, ‘কুইন অব দ্য ডান্স ফ্লোর’। আগামী ১০মার্চ মুক্তি পাবে এই গান।
https://www.instagram.com/p/CME3V8JhIt0/?utm_source=ig_embed