কোভিড ১৯-এর কবলে পড়লেন অভিনেতা আমির খান। জানা যাচ্ছে, আমিরের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। খবর নিশ্চিত করেছে অভিনেতার মুখপাত্র। আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আমির সম্পূর্ণ করোনা সংস্ক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলছেন। এখনও পর্যন্ত সুস্থ রয়েছেন তিনি। আমির খানের মুখপাত্র জানাচ্ছেন, ”আমির খানের কোভিড-টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত তিনি বাড়িতেই রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন এবং তিনি এখন ভালো আছেন। এই কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের কোভিড টেস্ট করিয়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। তাঁর জন্য যাঁরা শুভকামনা জানিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।” আমিরের হাতে এই মুহূর্তে রয়েছে তাঁর পরবর্তী ছবি ‘লাল সিং চাড্ডা’। জানা গিয়েছে, সুস্থ হওয়ার পর ফের এই ছবির কাজে হাত দেবেন তিনি। আপাতত তাঁর প্রোডাকশনের কাজ চললেও নিজে কোনও রকম কাজ করবেন না। আমিরের স্ত্রী কিরণ এবং ছেলে আজাদ একই বাড়িতে থাকলেও করোনা বিধি মেনে আলাদা থাকছেন তাঁরা। আমিরও নাকি সম্পূর্ণ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।