ফের একবার খেলার ছবিতে স্ক্রিনে ফিরছেন আমির খান। পরিচালক আর এস প্রসন্নই আমিরকে নিয়ে এই নতুন ছবির কথা ভেবেছেন। খেলা, মানুষের আবেগ ও টানটান উত্তেজনা ভরপুর এক ছবি নিয়ে ইতিমধ্যেই আমির খান ও পরিচালকের মধ্যে কয়েকবার কথাও হয়েছে। জানা গিয়েছে, ছবির গল্পও শুনেছেন আমির। তবে ছবির খবর এখনও নিশ্চিত ভাবে কিছু স্বীকার করেননি কেউই। সূত্রের খবর, অফিশিয়ালি এখনও কিছু সাইন করা না হলেও, পরিচালকের সঙ্গে ছবির গল্প নিয়ে কথা বলে অনেকটাই সন্তুষ্ট আমির খান। শেষ খেলার ছবিতে তাঁকে দেখা গিয়েছিল ‘দঙ্গল’-এ। বহু পুরস্কার ও বক্স অফিসে ঝড় তুলেছিল ওই ছবিটি। তবে এই নতুন ছবিটি কোন খেলা নিয়ে বা কী ধরনের হতে চলেছে এর পটভূমি তা এখনও কিছুই জানা যায়নি। তবে খেলা নিয়ে ছবি করতে রাজি হয়ে গিয়েছেন আমির খান।