বর্তমানে দিল্লিতে ‘লাল সিং চাড্ডা’-র শুটিংয়ে ব্যাস্ত আমির খান। ছবির ইউনিট সূত্রের খবর সম্প্রতি কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে পাঁজরে বেশ গুরুতর আঘাত পেয়েছেন আমির। তবে চোট পাওয়া সত্ত্বেও শুটিং বন্ধ রাখেননি ‘ মিঃ পারফেকশনিস্ট’। ডাক্তারের নির্দেশ ব্যথা কমানোর জন্য কিছু ‘পেইন কিলার’ ওষুধ খেয়ে ফের শুটিং শুরু করে দিয়েছেন তিনি। এর আগেও এই ছবির শুটিংয়ে টানা বেশ কয়েকদিন পরপর দৌড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন আমির। তাতেও না দমে তিনি কিন্তু শুটিং চালিয়ে গিয়েছিলেন। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় করিনা জানিয়েছেন যে তিনি এ ছবিতে তাঁর অংশের শুটিং সদ্য শেষ করলেন।