করোনায় আক্রান্ত হলেন পরিচালক আনন্দ এল রাই। নিজে ট্যুইট করে এই খবর জানান পরিচালক। আনন্দ এল রাই জানান, তিনি করোনায় আক্রান্ত। যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ ধরা পড়েনি। তা সত্ত্বেও তিনি কোয়ারেন্টিনে রয়েছেন। করোনায় আক্রান্ত হলে, যে সমস্ত নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে সরকারেক তরফে, সব তিনি মেনে চলছেন। ফলে ভয়ের কোনও কারণ নেই। তবে গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, প্রত্যেকে যেন করোনা পরীক্ষা করিয়ে নেন এবং নিরাপদে থাকেন বলে জানান আনন্দ এল রাই। পাশাপাশি এই কঠিন সময়ে যাঁরা তাঁরা পাশে রয়েছেন, প্রত্যেককে ধন্যবাদও জানান আনন্দ এল রাই। আতরঙ্গি রে-এর শ্যুটিংয়ের জন্য সম্প্রতি দিল্লিতে যান পরিচালক আনন্দ এল রাই। আগ্রায় সারা আলি খান, অক্ষয় কুমার এবং ধনুষকে নিয়ে শ্যুটিংয়র সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন বলিউডের এই প্রথম সারির পরিচালক। এরপরই জানা যায়, করোনায় আক্রান্ত আনন্দ এল রাই।