আট থেকে আশি সকলের মন ভরাতে ফের হাজির হতে চলেছে বাঙালির প্রিয় সোনা দা । আর এই চরিত্রে আবির চট্টোপাধ্যায় অনবদ্য ভূমিকা পালন করে আসছেন সেই শুরুর দিন থেকেই । পাশাপাশি ঝিনুক আর আবির তো আছেই । এই দুই চরিত্রেও অপূর্ব ঈশা সাহা এবং অর্জুন চক্রবর্তী । চার বছর পর ফের দর্শকের দরবারে গুপ্তধন ফ্রাঞ্চাইজি । এবারের গল্প ‘সপ্তডিঙার গুপ্তধন’। এসভিএফ-এর অফিসে শুভ মহরত হয়ে গেল গুপ্তধন ফ্রাঞ্চাইজির পরবর্তী গল্পের । প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, চলতি মাস থেকেই শুরু হবে এই ছবির শুটিং । এই তিন মূর্তি এবার কেমনভাবে রহস্যের উদঘাটনে শামিল হয় সেটাই দেখার । ছবির শুভ মহরতে হাজির ছিলেন আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে ঈশা সাহা, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত-সহ আরও অনেকে । লাল পাঞ্জাবি এবং সাদা শাল গায়ে চড়িয়ে বাঙালির সোনা দা আবির চট্টোপাধ্যায় হাজির হয়েছিলেন মহরতে। তবে, হাজির ছিলেন না অর্জুন চক্রবর্তী । প্রতিবারের মতো এবারেও সোনা দা চরিত্রে অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায় । ঝিনুক চরিত্রে থাকবেন ঈশা সাহা এবং আবির চরিত্রে থাকবেন অর্জুন চক্রবর্তী । ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবিতে আর কে কে অভিনয় করবেন সেটা এখনও জানা যায়নি ।