প্রয়াত হলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা এবং লেখক চেলাভুর ভেনু । চলচ্চিত্র সমালোচক হিসেবে চলচ্চিত্র জগতে তাঁর যাত্রা শুরু হয়। চন্দ্রিকা সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত ‘উম্মা’ চলচ্চিত্রেরজন্য একটি পর্যালোচনা লিখেছিলেন। ১৯৭১ সাল থেকে, তিনি কোঝিকোড়ে ‘আশ্বিনী ফিল্ম সোসাইটি’-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ‘সাইকো’ পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ভেনুর সাহিত্যিক প্রচেষ্টার মধ্যে রয়েছে ‘মানস ওরু সামস্য’ এবং ‘মানসিন্তে ভাজিকাল’-এর মতো কাজ। চলচ্চিত্র সমালোচক প্রেমচাঁদ পরিচালিত চলচ্চিত্র ‘জন’-এ অভিনয়ের জগতে পা রেখে তিনি তার বহুমুখিতা প্রদর্শন করেছিলেন এবং কিংবদন্তি পরিচালক জন আব্রাহামের জীবনকে অন্বেষণ করেছিল।