টলিউডের দ্যা মোস্ট এলিজিবেল ব্যাচেলর অনির্বাণ ভট্টাচার্য। তিনিও এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। বেশ কিছুদিন ধরেই এই গুঞ্জন চলছিল টলিপাড়ার অন্দরে। শোনা যাচ্ছে, আগামী ২৬ নভেম্বরের অনির্বাণের বিয়ের আসর বসতে চলেছে। পাত্রীর আসনে বসতে চলেছেন অভিনেতার দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামী। প্রসঙ্গত, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মধুরিমা পদ্মশ্রীখ্যাত মুকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামীর মেয়ে। জানা যাচ্ছে, পাত্রী মধুরিমা গোস্বামী নিজেও নাটকের সঙ্গে যুক্ত। নাটকের সূত্র ধরেই মধুরিমার সঙ্গে অনির্বাণের আলাপ বলে জানা যায়। বহু নাটকে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। একসঙ্গে নাটকের প্রযোজনার কাজও করেছেন। অনির্বাণ কোনোদিনই ছকেবাঁধা ব্যাক্তিত্ব নন, ফলে তাঁর বিয়ে কোনও মন্ত্রোচ্চারণ বা সাতপাক ঘুরে হচ্ছে না বলেই খবর। ২৬ নভেম্বর দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে মধুরিমা-অনির্বাণ আইনি বিয়ে সারছেন বলে খবর। সল্টলেকে ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে ছোট্ট এবং ঘরোয়া আয়োজনের মধ্যে দিয়ে হবে বিয়ের অনুষ্ঠান।