সামনে এল ‘কুরবান’ ছবির প্রথম লুক। যেখানে সাদামাটা একটি চরিত্রে দেখা যায় অভিনেতা অঙ্কুশ হাজরাকে। যেখানে দেখা যায় পিছনে নদীতে জ্বলন্ত নৌকা সামনে সাইকেল হাতে দাঁড়িয়ে অভিনেতা পরণে ফতুয়া, মাথায় লম্বা চুল। এই ছবির মধ্যে দিয়েই প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধছেন অঙ্কুশ হাজরা ও প্রিয়াঙ্কা সরকার। যদিও এর আগে ‘বিবাহ অভিযান’ ও ‘আবার বিবাহ অভিযান’ ছবিতে একসাথে অভিনয় করেছেন তাঁরা। তবে ‘কুরবান’ ছবির মাধ্যমে জুটি হিসাবে বড়পর্দায় দেখা যাবে অঙ্কুশ হাজরা ও প্রিয়াঙ্কা সরকারকে।
ইতিমধ্যে, সোশ্যাল মিডিয়ায় ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে। ছবিতে প্রিয়াঙ্কা, অঙ্কুশ সহ রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায়।