অভিনয়ের সাথে সাথে এবার সঙ্গীতজগতে পা রাখলেন বিনোদনমহলের প্রিয় মুখ ভাস্বর চট্টোপাধ্যায়। বাংলা ও কাশ্মীর লোকগীতি একসাথে মিশিয়ে তৈরি করলেন একটি মিউজিক ভিডিয়ো, যার নাম ‘দ্য গ্যাউন’। মিউজিক ভিডিওটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিনেতা নিজেই। ভাস্বরের কথায়, ভিডিওটির বেশির ভাগ জায়গার শুটিং হয়েছে কাশ্মীরে এবং বিয়ে নিয়েই তৈরি হয়েছে ভিডিওটি। মিউজিক ভিডিওতে ভাস্বর চট্টোপাধ্যায়ের সাথে গেয়েছেন নবাগতা প্রিয়স্মিতা ঘোষ। এখানে অভিনয় করতে দেখা যাবে মাধবী মুখোপাধ্যায়কে।