আগামী মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ‘কৃষ্ণকলি’র নিখিল অর্থাৎ নীল ভট্টাচার্য্য। পাত্রী টেলিভিশনের ‘গুনগুন’ অর্থাৎ তৃণা সাহা। ইতিমধ্যেই দুই বাড়িতে শুরু হয়ে গিয়েছে বিয়ের পূর্ব প্রস্তুতি। বেশকিছুদিন আগেই মামারবাড়ি গিয়ে বিআইবুড়ো ভাত খেয়েছেন তৃণা। এবার আইবুড়োভাত খেলেন নীল। আর এই আইবুড়ো ভাতের আয়োজন করেছিল ‘কৃষ্ণকলি’ টিম। ‘কৃষ্ণকলি’র সেটে আইবুড়ো ভাত খাওয়ার ছবি শেয়ার করে নীল জানিয়েছেন এটাই তাঁর প্রথম আইবুড়ো ভাত। অনস্ক্রিন বউ ‘শ্যামা’ অর্থাৎ তিয়াসা রায় আর মেয়ে ‘কৃষ্ণা’ পাশে দাঁড়িয়ে থেকে নীলকে আইবুড়ো ভাত খাওয়ালেন। ‘কৃষ্ণকলি’র সেটে নীলের আইবুড়ো ভাতের মেনুটা কিন্তু ছিল বেশ লম্বা। মেনুতে বিরিয়ানি, মাছ, মাংস কিছুই কিছুই বাদ ছিল না।