ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেতা রাহুল রায়। গুরুতর অবস্থায় তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। এই মুহূর্তে ICU-তে রয়েছেন অভিনেতা। তবে তাঁর করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই খবর। এই মুহূর্তে কার্গিলে পরবর্তী ছবি ‘এলএসি : লাইভ দা ব্যাটেল’-এর শুটিং করছিলেন রাহুল । খারাপ আবহাওয়া থাকার ফলে সেখানে অনেকেই অসুস্থ হয়ে পড়েন । পাশাপাশি আবহাওয়ার কারণেই সেটের মধ্যে রাহুলের ব্রেন স্ট্রোক হয়েছে বলে জানা গিয়েছে । তারপর তাঁকে দ্রুত কার্গিল থেকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয় । এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় মুম্বইতে। যদিও রাহুল রায়ের বোন প্রিয়াঙ্কা রায় জানিয়েছেন অভিনেতার শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। ১৯৯০ সালে ‘আশিকি’ ছবিতে অভিনয় করেছিলেন রাহুল । ব্লকবাস্টার হয়েছিল সেই ছবি । আর ওই ছবি দিয়েই বলিউডে পা রাখেন তিনি । তারপর একাধিক ছবিতে অভিনয় করেছেন । তার মধ্যে ‘জুনুন’, ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়েগি’ অন্যতম ।