অভিনেত্রী নুসরত জাহান এবার বাংলাদেশের আইটেম গানে। অভিনেত্রী নিজেই তার ইন্সটাগ্রামে গানের একটি ছোট ভিডিও পোস্ট করেছেন শুক্রবার সন্ধেয়। ভিডিওতে দেখা যাচ্ছে কখনও বা উজ্জ্বল রানি রঙের পোশাকে, আবার কখনও বা ময়ূরের পালকের পোশাকে নাচ করছেন অভিনেত্রী। ভিডিওর ঝলকে শোনা যাচ্ছে ‘নাচ ময়ূরী নাচ’ গান। কিছু অল্প তথ্য দিয়েছেন ক্যাপশানে। গানটি পরিচালনা করেছেন বাবা যাদব। গানের কণ্ঠে লুইপা। গানের কথা ও সুরে তাপস। গানটি প্রযোজনা ও সাজ-বিন্যাসে রয়েছেন ফরজানা মুন্নি।