কন্যাসন্তানের মা হলেন লুডো’ অভিনেত্রী পার্ল ম্যানি। পার্ল ও তাঁর স্বামী অভিনেতা শ্রীনিস অরবিন্দ দু’জনেই মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা। নস্টাগ্রামে তাঁদের ছোট্ট সন্তানের ছবি পোস্ট করে এই খুশির খবর শেয়ার করেছেন অভিনেত্রী। সন্তানকে নিজের বুকের উপর শুইয়ে, মুখে চুমু খাওয়ার একটি ছবি পোস্ট করেছেন পার্ল। মনোক্রোমে মেয়েকে চুমু খাওয়ার একটি সুন্দর ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। পার্লের স্বামী শ্রীনিস অরবিন্দ এই ছবিটি তুলে দিয়েছেন। ছবির ক্যাপশনে সে কথও উল্লেখ করেছেন পার্ল। যদিও এখনও পরিবারের নতুন সদস্যের নাম ঠিক করেননি তাঁরা। মেয়ের ছবি পোস্ট করে পার্ল লিখেছেন, ‘মেয়ে হয়েছে।… আপনাদের সবার সঙ্গে এই মুহূর্তটা ভাগ করে নিতে চাইছিলাম। আমাদের একসঙ্গে প্রথম ছবি। আমরা দু’জনেই সুস্থ ও খুশি রয়েছি। মিস্টার ড্যাডি শ্রীনিস অরবিন্দ একটু ক্লান্ত ও ঘুমন্ত। কিন্তু ঠিক আছে। সবাই আমাকে বলেছিল এখনই বাচ্চার কোনও ছবি শেয়ার করতে না। কিন্তু ঠিক আছে আপনাদের সকলের সঙ্গে এই ছবি শেয়ার করতেই পারি। আপনাদের সবার আশীর্বাদ চাই। জন্ম ২০.০৩.২০২১। নাম, মমমম… এখনও ভাবছি আমরা।’
https://www.instagram.com/p/CMqqUppniAh/?utm_source=ig_web_copy_link