তেলুগু ছবি ‘ভি’-তে অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছিল অভিনেত্রী সাক্ষী মালিকের ছবি। ৫ সেপ্টেম্বর, ২০২০ অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছিল এই ছবি। সেখানেই সাক্ষীর অনুমতি ছাড়া তাঁর ছবি ব্যবহার করা হয় বলে অভিযোগ। সে কারণেই প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ্বরা ক্রিয়েশনস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে নাকি মানহানির মামলা দায়ের করেছেন সাক্ষী। আদালতে জমা দেওয়া সাক্ষীর আবেদনে বলা হয়েছে, ২০১৭-এ নিজের ইনস্টাগ্রামে কিছু পোর্টফোলিও ছবি পোস্ট করেছিলেন সাক্ষী। তার মধ্যে থেকেই একটি ছবি ওই তেলুগু ছবিতে ব্যবহার করা হয়েছে। যেখানে সাক্ষীকে একজন কর্মাশিয়াল সেক্স ওয়ার্কার হিসেবে দেখানো হয়েছে। সেই অভিযোগে ওয়েব প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম কর্তৃপক্ষকে ছবিটি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল মুম্বই হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, এভাবে কোনও অভিনেত্রীর ছবি ব্যবহার করা নির্মাতাদের একেবারেই উচিত হয়নি। এ প্রসঙ্গে বিচারক গৌতম এস প্যাটেল সিঙ্গল বেঞ্চ বলে, ‘এটা আমার কাছে বাধ্যতামূলক মনে হয়নি। যে ব্যক্তির ছবি দেখানো হয়েছে, তার কাছ থেকে নেওয়া কোনও অনুমতি পত্র প্রযোজনা সংস্থা আদালতে দেখাতে পারেনি। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত ছবি ব্যবহার করা সম্পূর্ণ ভাবে অবৈধ।’ওই নির্দিষ্ট অংশ বাদ দিয়ে অ্যামাজ়ন কর্তৃপক্ষ ছবিটি ফের দেখাতে পারবে কি না, সে বিষয়ে এখনও কোনও নির্দেশ দেয়নি আদালত। আগামী ৮ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।