দীর্ঘদিনের অপেক্ষার পর সিনেমার পর্দায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রীতি জিন্টাকে। তবে অভিনেত্রী হিসেবে নয়, এবার তাঁকে দেখা যাবে পরিচালকের ভূমিকায়। আসতে চলেছে তাঁর পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্মে নতুন ওয়েব সিরিজ। ‘দ্য কিটি পার্টি মার্ডার’ বইয়ের অবলম্বনেই তৈরি এই সিরিজ। পরিচালনার হাত ধরেই এই প্রথম ওয়েব সিরিজের জগতে প্রবেশ করলেন অভিনেত্রী। সিরিজ নিয়ে এখনও কোনও কিছু জানানি তিনি।