পর্দায় ‘গঙ্গারাম’ ধারাবাহিকের টায়রার বিয়ে সম্পন্ন হয়েছে মাত্র কয়েকদিন আগেই। তারই মধ্যে রিয়েল লাইফের বিয়েটাও সেরে ফেলেন অভিনেত্রী সোহিনী গুহ রায়। দীর্ঘদিনের বন্ধু কল্লোল চৌধুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন নায়িকা। গত সপ্তাহের বুধবার সোহিনী আর কল্লোলের চার হাত এক হয়েছে। শনিবার ছিল তাঁদের বৌভাতের অনুষ্ঠান। কল্লোলের পৈতৃক বাড়ি গুসকরাতে । পেশায় তিনি ব্যবসায়ী। বিয়েটা কলকাতা থেকে হলেও কল্লোলের বাড়ি গুসকরায় বসেছিল প্রীতিভোজের আসর। তার ঠিক আগে, গুসকরায় বেশকিছু দুঃস্থ পরিবারকে নিজে হাতে করে খাওয়ালেন ছোট পর্দার জনপ্রিয় নায়িকা সোহিনী। গুসকরার একটি স্বেচ্ছেসেবী সংগঠন গরীব মানুষদের খাওয়ার ব্যবস্থা করেন বহু বছর ধরেই। তাদের সঙ্গে যোগাযোগ করে সোহিনী ও কল্লোল ঠিক করেন তাঁদের জীবনের এই আনন্দ মুহূর্তে দুঃস্থ মানুষদের মুখেও হাসি ফুটিয়ে তুলবেন। তাই এমন অভিনব ভাবনা তাঁদের। পরিকল্পনা মতোই গুসকরা স্টেশন চত্বরের বহু মানুষকে নিজ হাতে পরিবেশ করে খাওয়ান নবদম্পতি।