টলিউডের সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম শ্রীলেখা মিত্র। সম্প্রতি শরীর চর্চা করে নিজেকে ‘ফিট অ্যান্ড ফাইন’ রাখার চেষ্টা করছেন বলে স্টেটাস শেয়ার করেন শ্রীলেখা। শরীর চর্চার সময় বিভিন্ন ছবি শেয়ার করেন অভিনেত্রী। সেসময়ে নিজের মেকআপ ছাড়া লুক বারবার সকলের সামনে এনেছেন শ্রীলেখা। শরীর চর্চার সময় ছবি শেয়ার করে বিভিন্ন ক্যাপশন যোগ করতে দেখা যায় শ্রীলেখাকে। এবার তেমনই একটি ছবি শেয়ার করে ক্যাপশনে শ্রীলেখা লিখলেন, ‘আগে আমার চোখে হারাও, তবে তো ক্লিভেজ…।’ আর এই ক্যাপশন দেখার পর থেকেই তাঁর অনুরাগী থেকে শুরু করে টলিউডের একাধিক ব্যক্তি তাঁর উপর ভালবাসা প্রকাশ করতে শুরু করেন।