কোভিডে আক্রান্ত টলি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী

ফের করোনা থাবা টলিউডে। কোভিডে আক্রান্ত হলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বুধবার নিজেই ফেসবুকে পোস্ট করে কোভিড আক্রান্ত হওয়ার কথা জানান সুদীপ্তা। এদিন সুদীপ্তা লেখেন, ‘জীবন এক্কেবারে সারপ্রাইজে ভরপুর। আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। বন্ধুরা, দয়া করে ভয় পেও না। আমি ঠিক আছি। জ্বর নেই, গায়ে ব্যথা নেই, এখনও পর্যন্ত নিঃশ্বাস-প্রঃশ্বাসে কোনও সমস্যা নেই। শুধুমাত্র একটু নাক বন্ধ রয়েছে। আর কোনও স্বাদ বা গন্ধ পাচ্ছি না। ব্যস এইটুকুই! আমার স্বামী ও মেয়ে ঠিক আছে। ওদের চার কিংবা পাঁচ দিন পর পরীক্ষা করাতে বলা হয়েছে।’ তিনি আরও লিখেছেন, ‘আমি গত চার দিন ধরে এক্কেবারে হোম আইসোলেশনে রয়েছি। চিকিত্‍সকের পরামর্শ মেনে চলছি। আমার বিশ্বাস, খুব তাড়াতাড়ি ভাল হয়ে উঠব। তোমরা সকলে নিজেদের খেয়াল রেখো. সাবধানে থেকো।’ 

https://www.facebook.com/SudiptaaChakrabortyOfficialPage/posts/3723602494371413

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *