বলিউডে কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। ২০১০ সালে ‘অ্যাপার্টমেন্ট’ ছবিতে শেষ দেখা গেছিল তনুশ্রীকে। তারপর তিনি অ্যামেরিকা চলে যান। আট বছর পর দেশে ফেরেন। ভারতে শুরু করেন MeToo মুভমেন্ট। নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তনুশ্রী দত্ত। অভিযোগ করেছিলেন যে, ‘হর্ন ওকে প্লিজ’-এর সেটে হওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতার জন্যই বলিউডের ক্যারিয়ার ছাড়তে বাধ্য হন তিনি। অ্যামেরিকার প্রতিরক্ষা দপ্তরে এক সম্মানজনক চাকরি পেয়েছিলেন তনুশ্রী। কিন্তু তাঁর ভিতরের শিল্পী সত্ত্বা সেই চাকরিতে সম্মতি দেয়নি। তাই সব ভুলে ফের ফিল্ম ক্যারিয়ারে ফিরছেন তনুশ্রী। আর তার জন্য পনেরো কেজি ওজন কমিয়ে ফেলেছান অভিনেত্রী।