নতুন বছরেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তৃণা সাহা। পাত্র জনপ্রিয় টেলি অভিনেতা নীল ভট্টাচার্য। আগামী ৪ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন নীল-তৃণা। ইতিমধ্যেই নীল-তৃণা দুজনের বাড়িতেই শুরু হয়ে বিয়ের প্রস্তুতি। রবিবার মামাবাড়িতে প্রথম আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী তৃণা সাহা। নিজের আইবুড়ো ভাত খোয়ার ছবি ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে তৃণা লিখেছেন, ‘এবার আমি আমার আইবুড়ো ভাত শুরু করলেম’। প্রথম আইবুড়ো ভাতের দিন নীল সুতির শাড়ি আর রানী রঙের ব্লাউজে ছিমছাম সাজেই সেজেছিলেন অভিনেত্রী। তৃণার আইবুড়ো ভাতের মেনুটা ছিল বেশ লম্বা-চওড়া। ভাতের সঙ্গে মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বড়া, কুমড়ো ভাজা, শাক ভাজা, মাঝের ঝাল, পনীর, চাটনি, পায়েস মিষ্টি।