জীবনের প্রথম গানের অ্যালবাম বের করলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। টেলিদর্শকদের অন্দরমহল কাঁপানো ‘জুন আন্টি’ এখন গায়িকাও। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজেই তাঁর প্রথম গানের অ্যালবামের কথা জানিয়েছেন। উষসী গান গাইতে এবং শুনতে ভালবাসেন। সেখান থেকেই গানের প্রতি অনুরাগ তাঁর। আর সেই ভালবাসা থেকেই এবার একটা পুরোদস্তুর গানের অ্যালবাম লঞ্চ করে ফেললেন অভিনেত্রী। এই অ্যালবামে রবীন্দ্রসংগীত গেয়েছেন উষসী। অ্যালবামের নাম ‘সকল রসের ধারা’। ফেসবুক পোস্টে উষসী লিখেছেন, ‘আমি পেশাদার গায়িকা নই। ভালবাসি গাইতে এবং শুনতে। সেই ভালবাসা থেকেই এই গান। ভুল-ত্রুটি মার্জনা করবেন।’ পেশাদার গায়িকা তিনি নন বটে! কিন্তু দিব্যি গেয়েছেন। তাঁর কণ্ঠে সেই গান যে অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে, তা অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়া শুভেচ্ছাবার্তাগুলির দিকে চোখ রাখলেই বোঝা যায়। কণ্ঠে উদাসীভাব, আবেগ এ যেন একেবারে অন্য উষসী। তবে এটি অভিনেত্রীর একক অ্যালবাম নয়। ‘সকল রসের ধারা’ অ্যালবামে তাঁর সঙ্গে গান গেয়েছেন অনুষ্কা দাস। আর সংগীতের আয়োজন করেছে সানাই।