ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে জন্মদিন সেলিব্রেট করলেন ঊষসী চক্রবর্তী

মেট্রোপলিটন ক্লাবে ইন্ডাস্ট্রির কিছু বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। টেলি পর্দা থেকে বড় পর্দা, দুই ক্ষেত্রেই পরিচিত মুখ ঊষসী। ‘শ্রীময়ী’ ধারাবাহিকের দৌলতে খল নায়িকা ‘জুন আন্টি’র ভূমিকায় বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। দর্শকরা এখন ঊষসীর থেকেও তাঁকে ‘জুন আন্টি’ বলেই বেশি চেনেন। এদিন তাঁর জন্মদিনে তারকাদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। ফেসবুকে জন্মদিন সেলিব্রেশনের কিছু মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী। জন্মদিনের পার্টি থেকেই ফেসবুক লাইভ করতে দেখা গেল ঊষসীকে। ফেসবুক লাইভে আড্ডা, মশকরায় মেতে উঠতে দেখা গেল পর্দার খলনায়িকা ‘জুন আন্টি’কে। কখনও আবার খোশ মেজাজে নাচের মুডেও ক্যামেরাবন্দি হলেন ঊষসী। মেট্রোপলিটন ক্লাবে ঊষসীর জন্মদিন সেলিব্রেশনে হাজির ছিলেন তাঁর কাছের বন্ধু অভিনেতা রজতাভ দত্ত, অভিনেত্রী দেবলীনা দত্ত, মনামী ঘোষ, লেখিকা অনুজা চট্টোপাধ্যায়। ঊষসীকে ক্যাকটাস উপহার দিলেন দেবলীনা। কেন এমন উপহার, সেটাও নিজেই জানালেন অভিনেত্রী।

Birthday dance

Posted by Ushasie Chakraborty on Wednesday, 17 February 2021

Birthday

Posted by Ushasie Chakraborty on Wednesday, 17 February 2021

Cake Cutting ceremony Thank you Eastern Metropoliton club for the entire arrangement

Posted by Ushasie Chakraborty on Wednesday, 17 February 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *