গত ১ ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। গত ১০ বছরের সম্পর্কের পর অবশেষে শ্বেতার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন আদিত্য। বিয়ের একমাস পূর্তি উপলক্ষ্য়ে তা উদযাপন করলেন আদিত্য নারায়ণ। বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে স্ত্রী শ্বেতাকে নিয়ে মুম্বইয়ের একটি হোটেলে হাজির হন আদিত্য। এরপর সেখান থেকেই একের পর এক ছবি শেয়ার করেন উদিত-পুত্র। যেখানে তিনি লেখেন, বিয়ের পর হাসতে হাসতে একমাস কাটিয়ে ফেললেন। এভাবেই সারা জীবন হাসিখুশি থেকে কাটিয়ে দিতে চান বলে জানান আদিত্য।