বিয়ের আগে নিজেকে দেউলিয়া ঘোষণা করলেন আদিত্য

বিয়ের আগে নিজেকে দেউলিয়া ঘোষণা করলেন আদিত্য নারায়ণ। চলতি বছরের শেষেই ‘শাপিত’ সিনেমার নায়িকা শ্বেতার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আদিত্য। প্রায় ১০ বছরের প্রেম দু’জনের। লকডাউনের জেরে গত কয়েক মাস ধরে কোনও কাজ ছিল না। সংসার চালাতে নিজের সমস্ত সঞ্চয় শেষ করে ফেলেছেন। এখন ব্যাংকে পড়ে রয়েছে মাত্র ১৮ হাজার টাকা। এমনটাই জানিয়েছেন উদিত নারায়ণের একমাত্র পুত্র। বাবার মতোই ছোটবেলায় গানের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন আদিত্য। ‘রঙ্গিলা’, ‘পরদেশ’, ‘জব প্যায়ার কিসিসে হোতা হ্যায়’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয়ও করেছেন। বড় হওয়ার পর ‘শাপিত’ সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করেছিলেন। তবে সেই চেষ্টা সফল হয়নি। ‘গলিও কি রাসলীলা রামলীলা’ এবং সাম্প্রতিক ‘দিল বেচারা’য় প্লে-ব্যাক সিংগার হিসেবে কাজ করেছেন। তবে টেলিভিশনই এখন আদিত্যর আয়ের মূল স্রোত।রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর সঞ্চালক হিসেবে কাজ করছেন আদিত্য। তারপরও নাকি তাঁর ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ১৮ হাজার টাকা রয়েছে। এই পরিস্থিতিতে প্রেমিকা শ্বেতা আগরওয়ালের সঙ্গে বিয়ে সারতে গেলে নাকি আদিত্যকে তাঁর বাইকটি বিক্রি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *