ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন উদিত নারায়ণ পুত্র আদিত্য নারায়ণ। দীর্ঘ ১১ বছর ধরে সম্পর্কের পর এবার শ্বেতা আগরওয়ালের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন আদিত্য। বিয়ের তোড়জোড়ের জন্য বেশ কিছুদিনের জন্য সোশ্যাল সাইট থেকে অব্যাহতি নিচ্ছেন আদিত্য। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানান তিনি। শ্বেতা আগরওয়ালের সঙ্গে ছবি প্রকাশ করে বিয়ের খবর দিয়ে আদিত্য বলেন, শিগগিরই তাঁরা বিয়ে করবেন। গত ১১ বছর ধরে তাঁর একসঙ্গে রয়েছেন। জীবনে শ্বেতাকে পেয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন। যদিও তাঁদের দুজনের জীবনই ব্যক্তিগত সুতোয় মোড়া, তাই খুব বেশি প্রচার তাঁরা চান না। ডিসেম্বরে বিয়ে, তাই তোড়জোড় শুরু করেছেন। সোশ্যাল মিডিয়া থেকে অব্যাহতি নিচ্ছেন। বিয়ের পর ডিসেম্বরে আবার সবার সঙ্গে দেখা হবে বলে জানান আদিত্য।