আগামীকাল বসতে চলেছে উদিত নারায়ণ পুত্র আদিত্য নারায়ণ-এর বিয়ের আসর। দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালকে বিয়ে করছেন আদিত্য। জানা যাচ্ছে, মহারাষ্ট্রের এক মন্দিরে গিয়ে গাঁটছড়া বাঁধবেন আদিত্য এবং শ্বেতা। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই হবে বিয়ের অনুষ্ঠান। করোনা পরিস্থিতি কেটে যাওয়ার পর আদিত্য এবং শ্বেতার রিসেপশনের অনুষ্ঠান হবে বলে খবর। গাঁটছড়া বাঁধার আগে শুরু হয়ে গেল বিয়ের আগের সব অনুষ্ঠান। যেখানে ছেলের সঙ্গে দেখা যায় উদিত নারায়ণ এবং তাঁর স্ত্রীকে। নারায়ণ পরিবারের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। বিয়ের আগের অনুষ্ঠানে (প্রি-ওয়েডিং) আদিত্যকে নীল রঙের সিল্কের কুর্তা পরতে দেখা যায়। অন্যদিকে শ্বেতার পরনে ছিল কমলা রঙের এমব্রয়ডারি লেহঙ্গা। বিয়ের আগের অনুষ্ঠানের ছবি শেয়ার করতে শুরু করে আদিত্য নারায়ণের বিভিন্ন ফ্যান ক্লাব। উদিত নারায়ণ এবং দীপা নারায়ণ ঝায়ের সঙ্গে আদিত্য এবং শ্বেতার ছবি দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁদের ভক্তরা।