এর আগে বহুবার বহু তারকাকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণ, বিদ্রুপের শিকার হতে হয়েছে। এবার এই আক্রমণের শিকার হতে হল সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে। এমন ঘটানাও যে ঘটতে পারে তা কেউ আশাও করেননি। তবে সুর সম্রাজ্ঞীকে অপমানের কড়া জবাব দিলেন আদনান সামি, বিবেক অগ্নিহোত্রী। ছেড়ে কথা বললেন না নেটিজেনদের একাংশও। ‘কাবেরী’ নামে একটি টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়, ”লতা মঙ্গেশকরের কণ্ঠ অসাধারণ, একথা ভারতীয়দের মগজ-ধোলাই করে বোঝানো হয়।” এমন টুইট দেখেই বেজায় চটেন আদনান সামি। কড়া জবাবে লেখেন, ”বাঁদর আর আদার স্বাদ বুঝবে কী করে!… নিজেকে বোকা প্রমাণ করার থেকে চুপ থাকা অনেক ভালো।” একইভাবে কড়া প্রতিক্রিয়া দেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি লেখেন, ”আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, লতা মঙ্গেশকরের সমালোচকরা পরের জন্মে আমাদের মত মানুষ হয়ে জন্মান, যাতে তাঁরা সৌন্দর্য ও স্বর্গীয় অনুভূতির অনুভব করতে পারেন।” আরও একটি টুইটে বিবেক অগ্নিহোত্রী লেখেন, ”সরস্বতীকে বিশ্বাস করার আমার অন্যতম কারণ, লতা মঙ্গেশকর। আর আমি শয়তানে বিশ্বাস করি কারণ হল এই সমালোচকরা।”