১৯৪২ সালে স্বাধীনতা সংগ্রামীদের ভারত ছাড়ো আন্দোলনের এক শরিক ঊষার গল্প নিয়ে আসছে ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’। ছবির মুখ্য চরিত্র ঊষার অভিনয় করেছেন সারা আলি খান। মুক্তি পেল ছবির ট্রেলার। ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণ জোহার, অপূর্ব মেহতা, সোমেন মিশ্র। অ্যায় ওয়াতন মেরে ওয়াতন ছবিটির একটি বিশেষ চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। ২১ মার্চ অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়লম এবং কন্নড় ভাষাতেও দেখা যাবে সারার নতুন ছবি অ্যায় ওয়াতন মেরে ওয়াতন। পরাধীন ভারতের বম্বের এক কলেজ পড়ুয়া ঊষা মেহতা। নিজের সাহসিকতা, অদম্য জেদ আর নির্ভীক মনসিকতা নিয়ে তিনি দেশ স্বাধীনের মন্ত্রে নিমজ্জিত হন। স্বাধীনতা সংগ্রামে তিনি হাতিয়ার করেছিলেন রেডিওকে। ভারত ছাড়ো আন্দোলনে দেশবাসীকে উদ্বুদ্ধ করতে তিনি তৈরি করেছিলেন নিজের একটি রেডিও স্টেশন। যা ব্রিটিশ সরকারের জন্যে হয়ে উঠেছিল গলার কাঁটা। কীভাবে নিজের রেডিও স্টেশনের মাধ্যমে ঊষা হয়ে উঠেছিলেন ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম শরিক সেই গল্পই তুলে ধরেছেন পরিচালক কানন আইয়ার।