সদ্য করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই শেয়ার করেছিলেন অভিনেতা। আজ অভিনেতা জানান, তাঁকে হোম কোয়ারেন্টাইন ছেড়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। সোমবার ভোরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার সকালে টুইট করে অভিনেতা বলেন, ‘সকলকে ধন্যবাদ আপনাদের শুভেচ্ছা বার্তা ও প্রার্থনা মনে হচ্ছে কাজে আসছে। আমি ভালো আছি কিন্তু আগাম সতর্কতা স্বরূপ, চিকিৎসকের পরামর্শ মেনে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। আমি আশা করছি দ্রুত বাড়ি ফিরে যাব’। প্রসঙ্গত, রাম সেতু ছবির শুটিং করতে গিয়েই কি কোভিড আক্রান্ত হয়েছেন অভিনেতা। এমনই পরিস্থিতিতে হঠাত্ই অসুস্থ হয়ে পড়েন অক্ষয় কুমার। করোনা হওয়ার খবর শেয়ার করার পাশাপাশি অভিনেতা জানিয়েছিলেন যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, তাঁরা যেন করোনা টেস্ট করিয়ে নেয়। এরপরই সেটে থাকা ৭৫ জনের করোনা টেস্ট করানো হয়েছিল। তার মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ হয়েছে। এই পরিস্থিতিতে তড়িঘড়ি শ্যুটিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল ইউনিটের তরফ থেকে। সোমবার থেকেই মুম্বইয়ের একটি নতুন লোকেশনে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। নিয়ম মতো যেকোনও নতুন লোকেশনে ছবির শ্যুট করতে গেলেই কোভিড টেস্ট করা বাধ্যতামূলক। সেইমতো ‘রাম সেতু’র মোট ১০০ জন কলাকুশীলর কোভিড টেস্ট করানো হয়। দেখা যায় তাঁর মধ্যে ৪৫ জনেরই Covid টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। এবিষয়ে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ (FWICE) র সভাপতি বি এন তিওয়ারি জানিয়েছেন, ”এটা দুর্ভাগ্যজনক যে একসঙ্গে এতজনের কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে বেশিরভাগই জুনিয়র আর্টিস্ট। এছাড়া অক্ষয় কুমার টিমের সদস্যদেরও কয়েকজনের পজিটিভ রিপোর্ট এসেছে। তাঁদের সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সকলেরই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত শ্যুটিং বন্ধ রাখা হয়েছে। ”