হাতেখড়ি হল পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়ের ছোট ছেলে আদিদেভের। বড় ননদের বাড়িতে সরস্বতী পুজোর অনুষ্ঠানে সপরিবারের হাজির ছিলেন সুদীপা। দাদা আকাশের হাত ধরেই হাতেখড়ি হল সুদীপা ও অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছেলে ছোট্ট আদিদেভের। পুজোর অনুষ্ঠানে অগ্নিমিত্রা পালের ডিজাইন করা ধুতি পাঞ্জাবি পরে আদিদেভ। সুদীপা ছবি পোস্ট করে লিখেছেন, ”কলম দিয়ে আঁকা ধুতি-পাঞ্জাবি বানিয়েছেন অগ্নিমিত্রা পাল।” ছবিতে দাদা আকাশের কোলে বসে আদিদেভকে ঠাকুর প্রণাম করতে দেখা যায়। এই ছবি পোস্ট করে সুদীপা ক্যাপশানে লিখেছেন, “ঠাকুরকে নমো করো?…”। স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের প্রথমপক্ষের সন্তান আকাশকে নিজের ছেলের মতোই ভালোবাসেন সুদীপা। স্বামী অগ্নিদেব এবং দুই ছেলের সঙ্গে ছবি পোস্ট করে সুদীপা লিখেছেন, ‘আমরা পরিবার’।