আজ আর শুধুমাত্র অভিনেত্রী হিসেবে ঐন্দ্রিলা শর্মার পরিচয় সীমাবদ্ধতায় আটকে নেই।লক্ষ লক্ষ মানুষের কাছে যিনি এখন নতুন করে বাঁচতে জানার সংজ্ঞা, দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হয়েও মারণরোগের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার সাহসের সমার্থক। দ্বিতীয় কেমোর ঠিক আগে চুলকে সাময়িক ভাবে জীবন থেকে বাদ দিয়ে সৃষ্টি করলেন সৌন্দর্যের নয়া সংজ্ঞা। শুক্রবার থেকে শুরু হল ঐন্দ্রিলার দ্বিতীয় কেমো। কেমোয় চুল পড়ে। সে তথ্য ঐন্দ্রিলার কাছে নতুন নয়। দিল্লি থেকে প্রাথমিক চিকিৎসা সেরে যখন কলকাতা ফিরলেন মার্চের শুরুতে, বড় চুল অর্ধেক কেটে ফেলেছিলেন তিনি। শুটিং ফ্লোরেও যোগ দিয়েছিলেন। অবশেষে শুরু দ্বিতীয় কেমোও। চুল পুরোপুরি পড়ার আগে নিজের থেকেই তা কেটে ফেলেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে ঐন্দ্রিলা লিখেছেন, “চুলেই নারীর সৌন্দর্য , আর নয়”। প্রতিবারের মতো এ বারেও পাশে থাকলেন বন্ধু সব্যসাচী চৌধুরী। সব্যসাচীও পাঁচ মাস আগে এবং পরের একসঙ্গে ছবি শেয়ার করেছেন দু’জনের। সব্যসাচীর ক্যাপশনে চোখ আটক যায়। তিনি লিখছেন, “পাঁচ মাসে কী পরিবর্তন হয়?” উত্তরও নিজেই দিয়েছেন সব্যসাচী। লিখেছেন, “আর ব্যাড হেয়ার ডে’র ঝামেলা নেই।” দুই ছবিতে ঐন্দ্রিলার কাঁধে তাঁর ভরসার হাত। হলুদ কুর্তিতে সদ্য তোলা ছবিটি যেন আগের থেকেও বেশি উজ্জ্বল। ওই ছবিতেই যে লুকিয়ে রয়েছে দু’জনের ভাল থাকার সুতীব্র বাসনা। সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ল ভালবাসার ঢল। পাশে থাকার বার্তা নিয়ে এগিয়ে এলেন অনুরাগীরা।