গতকাল ছিল বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন-এর জন্মদিন। বিগ বি-র ৭৮-এর জন্মদিনের ঘরোয়া অনুষ্ঠানের পর ছবি শেয়ার করলেন বউমা ঐশ্বর্য রাই বচ্চন। যেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে ঐশ্বর্য এবং আরাধ্যাকে দেখা যাচ্ছে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্বশুরমাশাইয়ের জন্মদিনের সেই ছবি শেয়ার করেন ঐশ্বর্য। বিগ বি-র সঙ্গে হাসি মুখে পোজ দিতে দেখা যায় নাতনি আরাধ্যাকে। করোনা আবহের মধ্যে বিগ বি-র জন্মদিনের অনুষ্ঠানে এবার জৌলুস ছিল না। তবে বলিউডের শহেনশার জন্মদিনে, তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁর অসংখ্য গুনমুগ্ধ। সম্প্রতি করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন বিগ বি। অমিতাভের সঙ্গে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনও করোনায় আক্রান্ত হন। বাদ পড়েনি ছোট্ট আরাধ্যাও। করোনায় আক্রান্ত হওয়ার পর বিগ বির পাশাপাশি অভিষেক, ঐশ্বর্য এবং আরাধ্যাকও ভর্তি করা হয় হাসপাতালে সুস্থ হওয়ার পর প্রত্যেকেই বর্তমানে বাড়িতে রয়েছেন। করোনা মুক্ত হওয়ার পরই রবিবার মুম্বইয়ের জলসার বাড়িতে অমিতাভের জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়।