‘বাহুবলী’ সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজমৌলি পরবর্তী ছবি ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলিউডি অভিনেতা অজয় দেবগন। প্রসঙ্গত, রাজমৌলির সঙ্গে অজয় দেবগনের এটি হবে দ্বিতীয় কাজ। এর আগে তেলেগু ব্লকবাস্টার ‘এগা’ (‘মাক্ষী’) ছবির হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছিলেন অভিনেতা অজয়। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১২ সালে। তখনই অজয় কে নিয়ে একটি ছবির পরিকল্পনা করে রেখেছিলেন এই পরিচালক। তারপর ‘বাহুবলি’ ছবির কাজ শুরু হয় এবং চলে বেশ কয়েক বছর। তাই তখন অজয়কে নিয়ে ছবি করতে পারেননি রাজমৌলি। এক সাক্ষাৎকারে রাজমৌলি অজয়ের যথেষ্ট প্রশংসা করে বলেছেন, “এই ছবিতে অজয়ের চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার এমন একজন অভিনেতার প্রয়োজন ছিল যার কথা ও কাজে দেশবাসীর বিশ্বাস থাকবে। অজয়কেই আমার সবথেকে এই চরিত্রের জন্য উপযুক্ত বলে মনে হয়েছে।” ভীম ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ ছবির গল্প। অজয় দেবগন ছাড়া ছবিটির কেন্দ্রীয় চরিত্রে থাকবেন জুনিয়র এনটিআর ও রামচরণ। এছাড়া বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকেও এই ছবিতে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। এছাড়াও হলিউডের স্টিভেনসন, অলিভিয়া মরিস,অ্যালিসন ডুডির মতো অভিনেতারাও থাকবেন রাজমৌলির এই ছবিতে।