খুব শীঘ্রই ফ্লোরে ফিরছে অজয় দেবগণ অভিনীত ‘ময়দান’। মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল ‘ময়দান’-এর শুটিং। ছবির পরিচালক অমিত শর্মা করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই কারণেই ছবির শুটিং বন্ধ হয়ে যায়। পরিচালক এখন করোনা-মুক্ত। পরিচালক এখন পুরোপুরি সুস্থ। মার্চের প্রথম দিকে উনি কোভিড পজিটিভ হন। নিজেকে আইসোলেশনে রাখেন তিনি। তবে এখন তিনি করোনা-মুক্ত। শুটিং শুরু করার তোরজোড় শুরু করে দিয়েছেন। লিজেন্ডারি ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবনী নিয়ে তৈরি হচ্ছে ‘ময়দান’। অজয় দেবগণ সৈয়দ আবদুল রহিমের ভূমিকায় অভিনয় করছেন। এই প্রথম কোনও ফুটবল কোচের ভূমিকায় তিনি অভিনয় করছেন। অজয় দেবগণ ছাড়াও ছবিতে আছেন প্রিয়মণি এবং গজরাজ রাও।ছবিটি প্রযোজনা করছেন বনি কাপুর। অজয় দেবগণের ডেটস নিয়ে কথাবার্তা চলছে। অজয়ের ডেটস পাওয়া গেলেই পরিচালক ফের ফ্লোরে যাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে প্রযোজক বনি কাপুর জানিয়েছেন ‘ময়দান’ রিলিজ করবে ১৫ অক্টোবর।