আগামী মাস থেকেই শুরু হতে চলেছে অজয় দেবগন পরিচালিত ছবি ‘মেডে’-র শুটিং। এই ছবিতে প্রথমবার অমিতাভ বচ্চনকে পরিচালনা করবেন অজয় দেবগন। এছাড়া ছবিতে অভিনয়ও করবেন তিনি। পাশাপাশি দেখা যাবে রকুল প্রীত সিংকেও। শোনা যাচ্ছে, ১১ ডিসেম্বর থেকে হায়দরাবাদে শুরু হবে ‘মেডে’-র শুটিং। এছাড়া কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ছবির কলাকুশলীদের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে। সূত্রের খবর, ডিসেম্বরের মাঝামাঝি থেকে হায়দরাবাদে শুরু হবে শুটিং। চলবে জানুয়ারির শেষ পর্যন্ত। তাই ডিসেম্বরেই হায়দরাবাদে চলে যাবে গোটা টিম।