আবারও আলিয়াকে নিয়ে বড় খবর বড়পর্দায়। মুক্তি পেতে চলেছে তাঁর আসন্ন ছবি ‘জিগরা’। ছবিটি চলতি বছর সেপ্টেম্বর মাসেই মুক্তির কথা ছিল তবে জানা যাচ্ছে, ছবি মুক্তির সময় পিছিয়েছে। ১১ অক্টোবর ছবিটি বড়পর্দায় আসছে। ‘জিগরা’-এ আলিয়ার সঙ্গে দেখা যাবে অভিনেতা বেদাং রায়নাকে। ভাই বোনের সম্পর্ক উঠে আসবে এই ছবির গল্পে।