ফের বিতর্কের মুখে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালি ও মুখ্য চরিত্রাভিনেত্রী আলিয়া ভাটকে সমন পাঠাল মুম্বই কোর্ট। ‘গাঙ্গুবাই’-এর ছেলে বাবুজি শাহ মুম্বইয়ের দায়রা আদালতে অভিযোগ করেছেন ছবিতে তাঁর মা ও পরিবারকে নেতিবাচক ভঙ্গিতে তুলে ধরা হচ্ছে। তাঁর সেই আবেদনের ভিত্তিতেই আলিয়া ও বনশালিকে সমন পাঠিয়েছে আদালত। জানা যায়, হুসেন জাইদির বিখ্যাত উপন্যাস ‘মাফিয়া কুইন অফ মুম্বই’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। তাই বইয়ের লেখক হুসেন জাইদিকেও সমন পাঠানো হয়েছে বলে খবর। ২১ মে-র আগে সঞ্জয়লীলা বনশালি, আলিয়া ভাট ও হুসেন জাইদিকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। জানা যাচ্ছে, গাঙ্গুবাই-এর ছেলে বাবুজি শাহ ছবি মুক্তি ও ট্রেলার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেছিলেন। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেয়। প্রসঙ্গত, বাবুজি শাহ গাঙ্গুবাই-এর দত্তক সন্তান বলে জানা যায়। আগামী ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’।