আগামী ১৫ মার্চ আলিয়া ভাটের জন্মদিন। কিন্তু এবছর জন্মদিনে কোনও সেলিব্রেশন করছেন না আলিয়া। এমন সিদ্ধান্তের কারণ রণবীর কাপুরের কোভিড আক্রান্ত হওয়া। কিছুদিন আগেই রণবীররের কোভিড পজিটিভ ধরা পড়ে। তিনি এখন গৃহবন্দি হয়ে আছেন। যদিও রণবীররের মা নীতু কাপুর জানিয়েছেন তিনি ভাল আছেন। রণবীরের জন্যই জন্মদিনের সেলিব্রেশন পিছিয়ে দিলেন আলিয়া। রণবীর সুস্থ হয়ে এলে এক সঙ্গে নিজের জন্মদিন পালন করবেন আলিয়া।