ছোটোবেলায় সিন্ড্রেলার গল্প আমরা কমবেশি সবাই পড়েছি। হঠাৎ করেই সেই দুঃখী মেয়েটার জীবন বদলে যায়। অন্ধকার থেকে তাকে আলোর পথে নিয়ে আসে এক রাজকুমার। সেই গল্পকে মনে করলেন আলিয়া ভাট, তবে একটু অন্যভাবে। সিন্ড্রেলা-র গল্পকে একটু অন্যভাবে নিজের সঙ্গে মেলালেন অভিনেত্রী। বললেন, সিন্ড্রেলা নাকি কোনওদিন রাজপুত্রকে চায়নি। সে কেবলমাত্র একটা নতুন জামা আর একটি নাইট-আউট চেয়েছিল। কোরোনা পরবর্তী সময়ে সেজেগুজে বাইরে বেরোনো প্রায় বন্ধ হয়ে গেছে। তাই একটা নতুন জামা, একটা নাইট-আউট খুব স্পেশাল এখন সবার জীবনে। আলিয়া ভাটও সেজে উঠলেন নতুন জামায়। সোশাল মিডিয়া পোস্টে প্রকাশ করলেন তাঁর উচ্ছ্বাস। আলিয়ার এই ক্যাপশন শুনেই বোঝা যাচ্ছে যে, কত দীর্ঘ প্রতীক্ষার পর তিনি একটু সাজুগুজু করে নাইট-আউটে বেরোচ্ছেন। তবে তাঁর এই নাইট-আউটের সঙ্গী কে, তা জানা যায়নি।