করণ জোহরের লাভস্টরিতে ফের জুটি বাঁধতে চলেছেন আলিয়া-রণবীর

করণ জোহর পরিচালিত লাভ স্টোরিতে নায়ক-নায়িকার ভূমিকায় থাকছেন আলিয়া ভাট ও রণবীর সিং। শোনা যাচ্ছে, ২০২১ সালের এপ্রিল মাস থেকে শুরু হবে এই ছবির শুটিং। তার আগে ছবির জন্য ২৫ দিনের একটি ওয়ার্কশপও শুরু করে দেবেন রণবীর। ‘গালি বয়’-র পর রণবীর আর আলিয়াকে একসঙ্গে বড় পরদায় দেখতে মুখিয়ে দর্শক। জুটি হিসেবে তাঁরা এমন একটা উচ্চতা তৈরি করেছেন যে, প্রত্যাশা অনেক গুণ বেড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *