তামান্না ভাটিয়া আজকাল তার আসন্ন ছবি ‘ওডেলা ২’-এর জন্য শিরোনামে রয়েছেন। মার্চ মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। ‘ওডেলা ২’ ক্রাইম-থ্রিলার ফিল্ম ”ওডেলা রেলওয়ে স্টেশন’-এর দ্বিতীয় অংশ। এর প্রথম অংশটি ২০২২ সালে প্রকাশিত হয়েছিল। এখন এই ছবিটি সম্পর্কে একটি নতুন আপডেট এসেছে। ‘ওডেলা ২’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে তামান্না ভাটিয়াকে। শুক্রবার, ছবিটির নির্মাতারা এর শুটিং সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করেছেন। এতে তামান্নাকে দেখা যাবে শিব শক্তির চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভিডিওতে তথ্য দিয়ে নির্মাতা জানান, ‘ওডেলা ২’-এর দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু হয়েছে। বারাণসীতে প্রথম শিডিউলের শুটিং হয়েছে। তামান্না ভাটিয়া ছাড়াও ‘ওডেলা ২’ -তে অভিনয় করেছেন হেবা প্যাটেল, বশিষ্ঠ এন। সিমহা, গগন বিহারী, পূজা রেড্ডি, সুরেন্দ্র রেড্ডি এবং ভূপাল। এই ছবিটি পরিচালনা করছেন অশোক তেজা। এদিকে ডি মধু ক্রিয়েশনস ও সম্পাথ নন্দী টিমওয়ার্কসের ব্যানারে ছবিটি প্রযোজনা করছে। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন বি আজনীশ লোকনাথ।