দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে জড়িত আমির-কন্যা ইরা। অভিনয়, পরিচালনা সবকিছুই করেন তিনি। সম্প্রতি ট্যাটু আর্টিস্ট হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। গত চার বছর ধরে ক্লিনিকাল ডিপ্রেশনে ভুগছেন ইরা। বুঝতে পেরে ডাক্তারের কাছেও গেছেন ইরা। সোশাল মিডিয়ায় এই কথা শেয়ার করলেন তিনি। তাঁর মনে হয় যে, নিজের জার্নির কথা বললে হয়তো অনেক মানুষ উপকৃত হবেন । ডিপ্রেশন সম্পর্কে মানুষের ধারণা আরও পরিষ্কার হবে। সবকিছু থাকলেও যে ডিপ্রেশন হতে পারে সেই বিষয়টা পরিষ্কার হবে নেটিজেনদের। ইরা নিজেই জানালেন তাঁর ডিপ্রেশনের কারণ।