ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন

বিশ্ব-সিনেমার ঐতিহ্য সংরক্ষণে বিশেষ অবদানের জন্য এ বছর প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন। ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ এমনই এক বিশ্বব্যাপী সংস্থা যারা গোটা পৃথিবীর সিনেমা সংরক্ষণ, রিস্টোরেশন এবং আর্কাইভিংয়ের কাজ করে। বিগ বি-র নাম মনোনয়ন করে ভারতের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন। ২০০১ থেকে এই পুরস্কার প্রদান শুরু করে ইন্টারন্যাশানাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভ সংস্থা। এ বছর কুড়িতম বর্ষ। এর আগে FIAF পুরস্কার পেয়েছেন বিশ্ব-সিনেমার তাবড় তাবড় ব্যক্তিত্বরা। এঁদের মধ্যে বিশ্ববরেণ্য পরিচালক বার্গম্যান, জঁ-লুক গদার, ক্রিস্টোফার নোলান, মার্টিন স্করসেস, ওয়াল্টার সলেস-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০১৫ সালে ভারতের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের অ্যাম্বাসাডার হন অমিতাভ বচ্চন। তখন থেকেই ছবি সংরক্ষণের কাজে সরাসরি যুক্ত তিনি। এই পুরস্কার পেয়ে যথারীতি খুশি বিগ বি। তিনি বলেন, “আমি খুবই সম্মানিত বোধ করছি এই পুরস্কার পেয়ে। এবং যে কারণের জন্য এই পুরস্কার আমায় দেয়া হচ্ছে, আমি সেই কাজের জন্য বদ্ধপরিকর। আমি ২০১৫ সালে ভারতের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হই। আমি ওদের সঙ্গে কাজ করতে গিয়ে বুঝতে পারি আমাদের দেশের সিনেমাগুলো কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে! এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে না পারলে একদিন বিশ্ব-সিনেমার ইতিহাস থেকে হারিয়ে যাবে ভারতীয় সিনেমা। সেখান থেকেই আমি আমার সহকর্মীদের সঙ্গে কাজ করতে শুরু করি। আশা করছি আমাদের দেশের সরকারও এগিয়ে আসবেন। সিনেমা-ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা আমাদের সংস্কৃতির অঙ্গ।” আগামী ১৯ মার্চ এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যদিও অতিমারির কারণে পুরো অনুষ্ঠানটি হবে ‘ভার্চুয়াল’। দুই কিংবদন্তি হলিউড পরিচালক মার্টিন স্করসেস এবং ক্রিস্টোফার নোলান এই পুরস্কার দেবেন অমিতাভ বচ্চনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *