বলিউডে একের পর এক সিনিয়র অভিনেতা অভিনেত্রীরা করোনার ভ্যাকসিন নিচ্ছেন। ধর্মেন্দ্র, হেমা মালিনী, জীতেন্দ্র, কমল হাসান, রাকেশ রোশনসহ অনেকেই রয়েছেন সেই তালিকায়। আজ শর্মিলা ঠাকুরও ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত ভ্যাকসিন নিলেন না বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। বিগ-বি কেন ভ্যাকসিন নিচ্ছেন না সেই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এবার সেই প্রশ্নের জবাব দিলেন অমিতাভ। নিজের ব্লগে তিনি লেখেন, ‘আমি জানি টিকাকরণ এখন আবশ্যক হয়ে গিয়েছে। তার মধ্যে করোনার নতুন স্ট্রেন এসে বক্স অফিসে খেল দেখাচ্ছে। তাই খুব শীঘ্রই আমিও ভ্যাকসিন নেওয়ার লাইনে নাম লেখাব। দেরি হওয়ার কারণ হিসেবে বিগবি জানান, যেহেতু দিন কয়েক আগেই তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছে, সে কারণেই এই দেরি।’