নিজের মত করে কেরিয়ার শুরু করতে চলেছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা। ফিল্মি পরিবারে অংশ হয়েও নিজের কেরিয়ারটা অন্যভাবেই শুরু করলেন নব্যা। স্বাস্থ্য বিষয়ক একটি অনলাইন সংস্থা খুলে ফেলেছেন নব্যা। নাম ‘আরা হেলথ’। তবে অবশ্য নব্যা একা নয়, তাঁর সঙ্গে মিলে এই ‘আরা হেলথ’-এর প্রতিষ্ঠা করেছেন প্রজ্ঞা সাবু, অহল্যা মেহতা ও মল্লিকা সাহানে। সম্প্রতি, ‘আরা হেলথ’-এর অনলাইন সেশনে প্রজ্ঞা সাবু, অহল্যা মেহতা ও মল্লিকা সাহানের সঙ্গে হাজির হয়েছিলেন নব্যা। যেখানে পুরুষতান্ত্রিক সমাজে মহিলা হিসাবে নিজেদের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে দেখা গেল তাঁদের। নব্যা নভেলি নন্দা-কে বলতে শোনা গেল পুরুষতান্ত্রিক সমাজে তাঁকে কীভাবে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হয়েছে। নব্যার কথায়, ”যখনই আমদের স্পললাইটে রাখা হয়, কোনোও বিক্রেতা কিংবা ডাক্তার (যদি পুরুষ হয়), যার সঙ্গেই কথা বলি না কেন, আমরা মহিলা সেকথা মাথায় রেখেই তাঁরা কথা বলেন।” বাইরের লোকজনের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁর কী অনুভূতি হয়েছে সেবিষয়ে নব্যা বলেন, ”যখন আপনি কোনও বিষয়ে কারোর সঙ্গে কথা বলতে যাবেন, সেই ব্যক্তি আপনার সম্পর্কে কী ভাবছেন, তা কখনও ভাববেন না। তবে আমার মনে হয়েছে, আমাদের আরও প্রমাণ করার দরকার আছে। কারণ, আমরা যে জায়গায় থাকি, তার বেশিরভাগ অংশই পুরুষ দ্বারা পরিচালিত।”