সকাল সকাল নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নাতনিকে জন্মদিনের শুভেচ্ছা ও আদর জানিয়ে পোস্ট করলেন বিগ বি। ৯ বছরে পড়ল আরাধ্যা বচ্চন। ২০০৭ সালে বিয়ে হয় জুনিয়র বচ্চন অভিষেক ও ঐশ্বর্য রাই বচ্চনের। ২০১১ সালে তাঁদের কোলে আসে আরাধ্যা। সম্প্রতি অমিতাভের ৭৮তম জন্মদিনে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঠাকুরদা-নাতনির একটি ছবি পোস্ট করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। আরাধ্যার হয়ে করা সেই পোস্টে লেখা ছিল, ‘তোমাকে সবসময় ভালোবাসি দাদাজি। আমার প্রিয়তম দাদাজিকে হ্যাপি হ্যাপি বার্থ ডে।’ আরাধ্যার নানা বয়সের ছবি দেওয়া একটি কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে আরাধ্যা…অল মাই লাভ।’