এবার এক পর্দায় অবতীর্ণ হতে চলেছেন অনিল কাপুর এবং বরুণ ধাওয়ান। খুব তাড়াতাড়ি ‘যুগ যুগ জিও’-র শুটিং শুরু করতে চলেছেন এঁরা দু’জন। সূত্রের খবর, সম্ভবত পরের মাস থেকেই শুরু হয়ে যাবে শুটিং। শুটিংয়ের লোকেশন বাছার জন্য চণ্ডীগড়ে রেইকি করে গেছে বরুণ আর অনিলের টিম। শহরের বেশ কিছু রিয়েল লোকেশনে শুটিং করতে চলেছেন বরুণ আর অনিল, যেমন গোলাপ বাগান, সুখনা লেক, রক গার্ডেন ইত্যাদি। শোনা যাচ্ছে বরুণের বিপরীতে কিয়ারা আদবানী এবং অনিলের সঙ্গে নীতু কাপুর থাকতে পারেন এই ফ্যামিলি ড্রামায়।