গোটা দেশ জুড়ে অক্সিজেন সংকট তীব্র হচ্ছে। পাশাপাশি রক্ত সংকট তীব্র হওয়ারও আশঙ্কা রয়েছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে এগিয়ে এলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। আগামী ১মে থেকে ১৮ বছরের উপরে সকলেই করোনার টিকা নিতে পারবেন। করোনা টিকা নেওয়ার পর বেশ কিছুদিন রক্ত দেওয়া সম্ভব নয়। আবার করোনা আক্রান্ত যাঁরা তাঁরাও সুস্থ না হওয়া পর্যন্ত রক্ত দিতে পারবেন না। এই পরিস্থিতিতে দেশ জুড়ে চরম রক্ত সংকট হতে পারে। সে কারণেই রক্তদান করলেন অনিন্দিতা। পাশাপাশি যাঁরা শারীরিক ভাবে রক্ত দিতে সক্ষম তাঁদেরও এগিয়ে আসার জন্য অনুরোধ করেছেন। নিজের রক্তদানের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করে অনিন্দিতা লিখেছেন, ‘এখনই দান করার আদর্শ সময়। আজ আমার দিন ছিল। আপনাদের সকলকে রক্তদান করতে অনুরোধ করব। কোভিড সারভাইভাররা প্লাজমা দান করুন। গণহারে টিকাকরণ শুরুর আগে এটা করতেই হবে।’