প্রথমবার ওয়েব সিরিজে জুটি বাঁধছে অনির্বাণ ভট্টাচার্য্য এবং কৌশিক গঙ্গোপাধ্যায়, একই পর্দায় দেখা যাবে দুই অভিনেতাকে। তাঁদের অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘টিকটিকি’। সদ্য প্রকাশ পেয়েছে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় নতুন ছবি ‘টিকটিকি’-র ট্রেলার। মাত্র নয়দিনে শেষ হয়েছে ছবির শুটিং। এই থ্রিলারধর্মী ছবি মুক্তি পাবে আগামী ১৮ই মার্চ। ছয়টি এপিসোড নিয়ে তৈরি ওয়েব সিরিস ‘টিকটিকি’।